| দুপুর ১২:২৮ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ময়মনসিংহ সদর শিক্ষক সমিতির বিশাল মানববন্ধন

ফাহিম শাকিল,  ৩০ জুলাই ২০১৬, শনিবার,
জঙ্গিবাদ সন্ত্রাস ও সামপ্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়ে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্তরে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ সদর উপজেলা শাখা শিক্ষক সমিতির উদ্যোগে দুপুর ১২টায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ সদর উপজেলা শাখা শিক্ষক সমিতির সভাপতি জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহের আঞ্চলিক সম্পাদক দুকুল চন্দ্র দেব, বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোছা: শামসুন্নাহার বেগম, সাধারন সম্পাদক মো: চাঁন মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্যজোট এর সাধারন সম্পাদক মো: আবুল কালাম আজাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, মো: দুলাল মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মো: আতাউর রহমান খোকা, মো: এমদাদুল হক খান, দপ্তর সম্পাদক মো: গোলাম হক, শিক্ষক সমিতি নেত্রী আনোয়ারা সুলতানা আনু, কবি অহনা নাসরিন, জাহানারা খানম, ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র পাল, মৃত্যঞ্জয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রোকন উদ্দিন, জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ফজলুল হক, এডওয়ার্ড ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: নুরুল ইসলাম সরকার প্রমুখ। মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন প্রমুখ। মানববন্ধনটি গাঙ্গীনারপাড় হতে ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাই স্কুল পর্যন- দীর্ঘ লাইনের বন্ধনে রূপনেয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৫ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০১৬