সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ রোধকল্পে গফরগাঁওয়ে শান্তি সমাবেশ ও মানববন্ধন

গফরগাঁও প্রতিনিধি :ময়মনসিংহের গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ রোধকল্পে স’ানীয় হাতেমতাই উচ্চ বিদ্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়নটির সকল মসজিদের ইমাম, মাদ্রাসা সুপার, সূধীজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপসি’ত ছিলেন। লংগাইর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুলৱাহ আল আমিন বিপৱবের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও পৌর মেয়র আলহাজ্ব এস.এম ইকবাল হোসেন সুমন, পাগলা থানার ওসি চাঁন মিয়া, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আওরঙ্গ হেলাল, হাতেমতাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বাদল, ইউনিয়ন আ.লীগ আহবায়ক নিজাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারফুল হক। অপরদিকে বেলা ১১টায় সূর্যসারথি খেলাঘর আসরের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বির্বদ্ধে খান বাহাদুর ঈসমাইল সড়কের গফরগাঁও প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কেএম এহছান, ইসলামিয়া সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিৰক নূর্বল ইসলাম শিকদার, কলেজ শিৰক গোলাম মোঃ ফার্বকী, আব্দুছ ছালাম সবুজ বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের শিৰক-শিৰার্থীরা।