দুর্গাপুরে প্রবীণদের ইউপি সেবা নিয়ে মতবিনিময় সভা

মাসুম বিল্লাহ্,দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস’া বারসিক এর আয়োজনে, ইউরোপিয়ন ইউনিয়ন এর অর্থায়নে এবং হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় দুর্গাপুর প্রেসক্লাবে প্রবীণদের ইউপি সেবা প্রদান নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শনিবার।
প্রবীণ কৃষক আব্দুল বারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, উপজেলা মানবাধিকার সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল। অন্যদের মধ্যে উপসি’ত ছিলেন, প্রবীণ কৃষক মোঃ হোসেন আলী, মোঃ আব্দুল হাকিম, আব্দুল মন্নাফ, সাংবাদিক নিতাই সাহা, ধ্র্বব সরকার, মাসুম বিলৱাহ, এনসি সরকার, বিজন কৃষ্ণ রায়, ধনেশ পত্রনবীশ, সুমন রায়, বারসিক প্রতিনিধি তোবারক হোসেন খোকন প্রমুখ। বক্তারা বলেন, আমাদের দেশে মোট প্রবীণের সংখ্যা হচ্ছে ১কোটি ৩০ লক্ষ, কাজেই প্রবীণদের নিরাপদ জীবনযাপন তথা নিজের ভবিষ্যতের নিরাপদ পরিবেশ তৈরীতে আমাদেরই এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে পরিবার, সমাজ, রাষ্ট্র ও ইউনিয়ন পরিষদে প্রবীণদের জন্য কি কি সেবা রয়েছে, ‘‘জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩’’ এর ব্যাবহারে সর্বক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার দেয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।