মুক্তাগাছায় সকালে হাঁটার সময় দম্পতির উপর হামলা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- সকালে হাটা শেষে বাসায় ফেরার পথে দম্পতি হামলার শিকার হয়ে গুরুতর আহত স্বামী রফিকুল ইসলাম জগলু (৪৬) কে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও স্ত্রী নার্গিস আক্তার (৩৬) কে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৭টায় মুক্তাগাছা শহরের লক্ষীখোলা এলাকায়। সরজমিনে গিয়ে জানা যায়, লক্ষীখোলা এলাকার রফিকুল ইসলাম জগলুর সাথে এই এলাকার নায়েব আলী মুন্সীর পুত্র হাসিমের সাথে পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে গত কাল শনিবার সকালে জগলু ও তার স্ত্রী নার্গিস আক্তার এর উপর দেশীও অস্ত্র দিয়ে হামলা চালায়। হাসেম জগলুকে দা দিয়ে মাথায় কুপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মুখে লেগে মারাত্মক জখম হয়। তাকে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসেমের স্ত্রী আঞ্জুমানারা লোহার রোড দিয়ে নার্গিস কে আঘাত করলে তার পা ভেঙে যায়। তাকে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।