| সকাল ৮:৫৭ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীর সোমেশ্বরী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন

 

শ্রীবরদী প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান-বর্তী বালিজুরী এলাকায় ভারত থেকে বয়ে আসা সোমেশ্বরী নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে স’ানীয় বালুদস্যুরা। বর্তমান সরকার নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস’ানে থাকলেও শ্রীবরদী উপজেলা প্রশাসনের রসহ্য জনক নীরবতার কারণে বালিজুরীর সোমেশ্বরী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন কোন ভাবেই বন্ধ হচ্ছে না। অপরিকল্পিতভাবে নদীর যত্রতত্র ড্রেজারে বালু উত্তোলনের কারণে হুমকিতে রয়েছে অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত বালিজুরী তাওয়াকুচা সড়কের বিশাল ব্রিজ, বালিজুরী বাজার সহ কয়েকটি গ্রাম। সীমান- জনপদের কয়েকটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ দিনের বেলায় প্রকাশ্যে নদী থেকে বালু উত্তোলন করা হলেও স’ানীয় ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে কোন ব্যবস’া গ্রহণ করা হচ্ছে না। বালিজুরী বাজারের ইজারাদার সাদা মিয়া জানায়, সরকারী অনুমতি ছাড়া বালু উত্তোলন করা হলেও অবৈধ রসিদ দিয়ে রয়েলটি আদায় করা হচ্ছে। বালু উত্তোলনের কারণে বাজার সহ কয়েকটি গ্রাম আজ হুমকির মুখে রয়েছে। একাধিক সূত্রে জানা যায়, বালজুরী বাজারের বাসিন্দা একাধিক চাঞ্চল্যকর মামলার আসামী গোলাপ মিয়া, মজনু মিয়া, নুর হক সহ একাধিক ব্যক্তি প্রতিদিন ৭-৮টি ড্রেজার নদীতে বসিয়ে বালু উত্তোলন করে থাকে। প্রতিদিন ট্রাক, মিনি ট্রাক, ট্রলি ও ভটভটির মাধ্যমে বালু বিভিন্নস’ানে পাঠানো হচ্ছে। বালু উত্তোলনকারী গোলাপ মিয়া বলেন, স’ানীয় ভূমি অফিসের নায়েব আতিকুর রহমানের মৌখিক অনুমতি নিয়ে তারা বালু উত্তোলন করছেন। এ প্রসঙ্গে রাণীশিমুল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতিকুর রহমানের দৃষ্টি আকর্ষন করা হলে, তিনি অবৈধ ভাবে বালু উত্তোলনের সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ইউএনও সাহেবকে লিখিত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং উপজেলা রাজস্ব কমিটির সভায় তাকে মৌখিক ভাবে বলা হয়েছে। তবুও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। আমার পক্ষে তো এর বেশী কিছু করা সম্ভব নয়। অপরদিকে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভুমি)্‌ এর দায়িত্ব থাকা শ্রীবরদীর ইউএনও খালেদা নাছরিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত দুইদিন আগে সংশ্লিষ্ট তহশিলদার আমাকে বালু উত্তোলনের বিষয়ে অবগত করেন। আমি ছুটিতে থাকায় তাকে বালু উত্তোলন বন্ধ রাখতে বলি। ছুটি থেকে এসে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৫:৫০ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০১৬