ফুলবাড়ীয়ায় আরও ১২চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

ফুলবাড়িয়া ব্যুরো অফিস : ৩০ এপ্রিল ২০১৬, শনিবার,
আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরও ১২চেয়ারম্যান প্রার্থীকে ২৪হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলার কুশমাইলে ৬জন ও পুটিজানা ইউনিয়নে ৬জন করে মোট ১২জন চেয়ারম্যান প্রার্থীদের এসব জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার।
আদালত সূত্রে জানা গেছে, পুটিজানা ইউনিয়নে ময়েজ উদ্দিন তরফদার (নৌকা), রফিজ উদ্দিন মাস্টার (ধানের শীষ) সাইদুর রহমান রয়েল (আনারস), সুর্বজ্জামান (মোটরসাইকেল), রফিকুল ইসলাম (চশমা) মোঃ আব্দুর রহমান (ঘোড়া) এবং কুশমাইল ইউনিয়নে শামছুল হক (নৌকা), শাহজাহান (ধানের শীষ), এম এ জব্বার (চশমা), আব্দুল আল মামুন (আনারস), তোতা মিয়া (ঘোড়া), আঃ বাতিন
(মোটরসাইকেল)।