নান্দাইলে পূর্ব শত্র্বতার জের বসত ঘরে অগ্নিসংযোগ ঃ থানায় মামলা
ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ৩০ এপ্রিল ২০১৬, শনিবার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ফরিদাকান্দা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র জুয়েল মিয়ার সহিত প্রতিবেশী হুমায়ুন, শহীদুল ,বাদল ও সাফায়েত গংদের মাঝে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। এরই জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে জুয়েলের বসতভিটের একটি ছনের ঘর প্রতিপক্ষ হুমায়ূন গংরা আগুন দিয়ে পুড়িয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে
এ ঘটনায় জুয়েল মিয়া বাদী হয়ে হুমায়ুন গংদের আসামী করে নান্দাইল মডেল থানায়। মামলা করেছে। মামলা নং ৩৫(০৪)১৬।#