মুক্তাগাছায় কৃষকের লেবু বাগানের ৭’শ গাছ কর্তন ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি: ৩০ এপ্রিল ২০১৬, শনিবার,
ময়মনসিংহের মুক্তাগাছার রসুলপুর গ্রামের এক লেবু চাষীর দেড় একর জমিতে লাগানো বাগানের ৭০০ লেবু গাছ দুর্বৃত্তরা রাতের আধারে কেটে ধ্বংস করেফেলেছে। এতে ঐ কৃষকের ১০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক জানিয়েছেন। এব্যাপারে এলাকায় দেন দরবার হয়েছে। থানায় মামলার প্রস’তি চলছে।
শনিবার সরেজমিনে গিয়ে জানাগেছে উপজেলার ঘোগা ইউপি মেম্বার রসুলপুর গ্রামের বাসিন্দা মো: নবাব সিরাজ দৌলা আমনসর মৌজায় দেড় একর জমিতে লেবু বাগান করে। সেখানে ৭০০ লেবু গাছ লাগান। লক্ষাধিক টাকা বিনিয়ো আর পরিচর্যা করে বাগানটি বাগানটি গড়ে তুলে আগামী ৮/১০ বছর ফলন ফলন পাবার প্রত্যাশা করছিলেন। বাগান থেকে অন্তত ১০ লক্ষ টাকার লেবু বিক্রি করতেন বলে বাগান মালিক জানান। বাগানের লেবু গাছগুলো খুবই সুন্দর হয়ে উঠে। গাছগুলোতে মাত্রই লেবু ধরা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতের গভীরে সংঘবদ্ধ দুর্বৃত্তরা সবগুলো লেবু গাছ কেটে ফেলে। পুরো বাগানটি তচনছ হয়ে পড়ে আছে। কাংখিত বাগানের এত ক্ষতি দেখে কৃষক এখান দিশেহারা হয়েপড়েছেন। শনিবার এলাকার অন্যান্য চাষী ও এলাকাবাসী নিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত লেবু বাগান দেখান। পরে এলাকাবাসী দরবারে বসেন। ক্ষতিগ্রস্ত চাষী সিরাজ দৌলার অভিযোগ কয়েক বছর আগে পুলিশের ওপর হামলায় মামলায় স্বাক্ষী হওয়ায় ঐ মামলার আসামী চানপুর এলাকার বাবুল, হাবুল,কুদ্দুস, সেখবর ও হালিম গংরাই তার এই ক্ষতি করেছে। এবং ঐ এলাকার সুরুজ্জামন সূর্যুর নির্দেশেই তারা এ অপকর্ম করেছে। বহু বন মামলার আসামী বনদস্যু হিসেবে পরিচিত এই দলটি ইতোপূর্বেও তার কিছু লেবু গাছ ধ্বংস করেছিল বলেও তিনি জানান। এলাকাবাসীর সালিশেও এদের বিরুদ্ধে একাধিক প্রমান পাওয়া গেছে বলে জানাযায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার দুপুর ২টা) থানায় মামলার প্রস’তি চলছিল। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আবু মো: ফজলুল করিম জানান থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস’া নেয়া হবে।