| দুপুর ২:৫৯ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সংঘর্ষের মধ্য দিয়ে সম্মেলন শুরু হলেও কমিটি ঘোষনা ছাড়াই ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন সমাপ্ত

 

স্টাফ রিপোর্টার,৩০ এপ্রিল ২০১৬, শনিবার
সংঘর্ষ মধ্যে দিয়ে ময়মনসিংহে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু হলেও সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ করতে কমিটি ঘোষনা ছাড়াই সম্মেলন সমাপ্ত করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ টা ২০ মিনিটের সময় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এদিকে সম্মেলন শুরুর ১০ মিনিট পর দুপুর সাড়ে ১২ টার দিকে সম্মেলনে যোগ দিতে আসা দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনে অংশ নিতে বেলা সাড়ে ১২ টার দিকে পৌর মেয়র ইকরামুল হক টিটুর গ্রুপ নগরীর মহারাজা রোডস’ মুকুল নিকেতন স্কুলের সামনে জমায়েত হচ্ছিল। এসময় গফরগাঁও থেকে এমপি বাবেল গোলন্দাজের সমর্থকরা ট্রেন থেকে নেমে মিছিল নিয়ে স্টেশন রোড মোড় এসে অর্তকিতভাবে মেয়র ইকরামুল হক টিটুর সর্মথকদের উপর হামলা চালায়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হন। এসময় দ্র্বত পুলিশ ঘটনাস্থলে পৌছে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে মেয়র ইকরামুল হক জানান, আমার সমর্থকদের ওপর হামলা অপ্রত্যাশিত এবং কোন উস্কানি ছাড়াই এমন হামলা রাজনীতিতে অপশক্তির ইঙ্গিত বহন করে।
এদিকে সম্মেলনে ৪ ঘন্টা চলার পর সংঘর্ষের আশংকায় বিকাল সাড়ে ৪টায় দিকে কেন্দ্র থেকে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়ে দেন প্রধান অতিথি ও সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, শিগগিরই সব জটিলতা অবসানের পর এ দুই কমিটি ঘোষণা করা হবে। সম্মেলনে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তিনি।
শনিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
এর আগে বিকেল সোয়া ৩টার দিকে নিজের বক্তৃতায় এক ঘণ্টার জন্য সম্মেলন মুলতবি ঘোষণা করেন সৈয়দ আশরাফ। পরে নির্ধারিত সময়ে আবারো মঞ্চে এসে তিনি জটিলতার কারণে কমিটি ঘোষণা করতে পারছেন না বলে জানান।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল মতিন সরকারের পরিচালনায়, সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর করি নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ.ফ.ম বাহউদ্দিন নাসিম এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ আব্দুস ছাত্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমরা উকিল, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, অ্যাডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এমপি, কেন্দ্রীয় সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি,  ডাঃ ক্যাপ্টেন অবঃ মজিবুর রহমান ফকির এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি,ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি, ফাতেমা জোহরা রাণী এমপি, শরীফ আহমেদ এমপি প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৭:২৯ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৬