ভালুকায় টাকার জন্যে অপহরণ নাটক
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় অপহরণের নাটক সাজিয়ে চাচার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে চেয়েছিল হানিফকে (১৯) নামের এক যুবক। পরে আত্মগোপণে থাকা অবস্থায় ১২ দিন পর হানিফকে শুক্রবার উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি খন্দকার পাড়ার আব্দুল জব্বারের ছেলে মিল শ্রমিক হানিফকে ১৭ এপ্রিল বিকেল থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলনা। আত্মীয় স্বজনসহ বিভন্ন স্থানে খোঁজ নিয়ে তাকে না পাওয়ার তিনদিন পর হানিফের পিতা ২১ এপ্রিল ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নম্বর-৮৪১) করেন। ওইদিন রাতে হানিফের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৩৪-৮১০৫৪৬ থেকে হানিফের বন্ধু রবিনকে (২০) দিয়ে তার চাচা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস সহকারী ফজলুল হকের মোবাইলে ফোন করে দুই লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
পরে মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ফায়েজুর রহমান ওই মোবাইল নম্বর ট্যাক করে হানিফের বন্ধু পাশের ত্রিশাল উপজেলার মুঞ্জুর বর্মাকে (২২) আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে হনিফের বোন জামাই খোকনকে দিয়ে পুলিশ হানিফকে বাড়িতে আসতে বলে। শুক্রবার বাড়ি যাওয়ার পথে পুলিশ হানিফকে আটক করে।
ভালুকা মডেল থানার এসআই ফায়েজুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, হানিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এই নাটক সাজিয়েছে।