| সকাল ১০:৫৪ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে সামনে তরুণ নেতৃত্ব আসবে- সৈয়দ আশরাফ

স্টাফ রিপোর্টারঃ  তরুণ নেতারাই ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।  তিনি বলেন, জেলা ও মহানগর আওয়ামী লীগে দু’জন করে চারজন নেতৃত্বে আসবেন।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান জনপ্রশাসনমন্ত্রী।

এর আগে দুপুরে ঢাকা থেকে অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনে তিনি ময়মনসিংহ রেলস্টেশনে এসে পৌঁছান। পরে দলের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রসাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি, পুলিশ সুপার মইনুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১২:৩৪ পূর্বাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৬