পূর্বধলার গোহালাকান্দায় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সাথে জনগনের মতবিনিময় সভা
তিলক রায় টুল, ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার
বৃহস্পতিবার বিকালে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ গোহলাকান্দা ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম বারের মতো ভ্রাম্যমান নাগরিক পরিসেবার আয়োজন করা হয়। এখানে সংশিৱষ্ট ইউনিয়নের যে কোন নাগরিক তার এলাকার সমস্যা বা ব্যক্তিগত অভিযোগ থাকলে তা তুলে ধরতে পারবেন এবং জেলা প্রশাসনের উপসি’তে সংশিৱষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তার জবাব দিবেন।
এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় উপসি’ত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর হোসেন সজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ও এ ছাড়া উপসি’ত ছিলেন উপজেলা প্রশাসনের প্রানী সম্পদ কর্মকর্তা ড. মোঃ এনামূল হক, কৃষি অফিসার রিজওয়ানূল বারী, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা. মাহদী হাছান খান, মেডিকেল অফিসার ডা. পলাশ কুমার দে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাশকুর রহমান, উপজেলা সমবায় অফিসার মছিহুর রহমান খান, প্রকল্প কর্মকর্তা মীর মোর্শেদ রানা প্রমুখ।
এ ছাড়া স’ানীয় ইউ,পি চেয়ারম্যান ইউ, পি সদস্য সদস্যা সূধী জন, শিৰক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপসি’ত ছিলেন ।
প্রধান অতিথির ভাষনে জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান বলেন পুর্বধলা উপজেলা প্রশাসনের মাধ্যমে নেত্রকোনা জেলার এ কর্মসূচী আমরা শুর্ব করেছি। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমরা এভাবেই করে যাবো এবং উপজেলা প্রশাসন এ কর্মসূচীর মার্ধ্যমে জনগনের সরাসরি প্রশ্নের উত্তর দিবে। তিনি আরো বলেন জনগনের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎৰনিক যে গুলোর সমাধান করা যায় সে সমস্যাগুলি সমাধান করা হবে। বাকী গুলো পর্যায় ক্রমে তা সমাধান করা হবে। সরকারের এ কর্মসূচীর আওতায় জনগনের কাছে প্রশাসন জবাবদিহিতা আরো এক ধাপ এগোলো।