ঝিনাইগাতীতে ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে জেলা নেতৃবৃন্দের গনসংযোগ
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতাঃ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার
ঝিনাইগাতী ৭টি ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে গনসংযোগ শুরু করেছেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দগণ। গত মঙ্গল,বুধ, বৃহস্পতি ও শুক্রবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের বিএনপি মনোনিত প্রার্থী আব্দুস ছালাম ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের আলহাজ শাহাজাহান আকন্দ, মালিঝিকান্দা ইউনিয়নের আব্দুল বাদির, হাতীবান্দা ইউনিয়নের জাহাঙ্গীর আলম এ পৰে গনসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন সাবেক সংসদ ও জেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুল হক র্ববেল। প্রতিদিনের কর্মসূচি মোতাবেক উক্ত গনসংযোগে অন্যান্যেদের মধ্যে উপসি’ত ছিলেন, জেলা যুগ্ন আহব্বায়ক ও সাবেক পৌরচেয়াম্যান মোঃ আব্দুর রাজ্জাক আশীষ, জেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক মোঃ রেজাউল করিম রুমি, শেরপুর সদর থানা বিএনপি’র সদস্য সচিব আব্দুল লতিফ, বিএনপি নেতা রফিক, নকলা থানা বিএনপি’র নেতা শ্যামল, শ্রীবর্দী উপজেলার গড়জরিপার ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক মোঃ আব্দুল মান্নান, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি লুৎফর রহমান এবং ঝিনাইগাতী ইউনিয়ন বিএনপি’র সকল নেতাকর্মী এ সময় সাথে ছিলেন। নেতৃবৃন্দগণ দলীয় প্রার্থীর পৰে কাজ করার জন্য আহবান করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সাধারণ ভোটারের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য অনুরোধ করেন।