দুর্গাপুর সংবাদ দুর্গাপুরে ভ্রাম্যমান পরিচ্ছন্নতা অভিযান
মাসুম বিল্লাহ্,দুর্গাপুর(নেত্রকোণা) ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার
জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যেগে দুর্গাপুর পৌরসভার সহযোগিতায় ভ্রাম্যমান পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় শুক্রবার।
উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শুরু করে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান সহ অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। অভিযানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, মেয়র আলহাজ্ব আব্দুস সালাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন হুমাযুন কবির, কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন , বেসরকারী উন্নয়ন সংস’া ওয়াই এম সি এ সহ স’ানীয়রা অংশ নেন।