নিকলীতে চরম বিদ্যুত বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন বিক্ষোভ ও মানববন্ধন

খাইরুল মোমেন স্বপন, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
গড়ে দৈনিক ২২ঘন্টা লোডশেডিং, ভৌতিক বিল, সংযোগ প্রদানের নামে অতিরিক্ত ফি আদায়, বিল সংশোধনীর নামে গ্রাহক হয়রানীর প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে উপজেলাবাসী। আজ সকাল ১১টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহে জমায়েত হয়ে সর্বস্তরের জনতার ব্যনারে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রদান প্রদান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমবেত হয়। নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলমের কাছে স্মরকলিপি জমা দেন জনতা। এর আগে বিক্ষুব্ধ উপজেলাবাসীর পৰে বক্তারা জানান, ১৯৯২ সালে নিকলীতে বিদ্যুত সংযোগের পর হতে উপজেলাবাসী দৈনিক ২-৩ ঘন্টা লোডশেডিং মেনে নিচ্ছিলাম। আরো উন্নত সেবা দেয়ার নামে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি পিডিবির কাছ থেকে সংযোগটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। সেই থেকে নিকলীতে অন্ধকার যুগের সুচনা করে পল্লী বিদ্যুত।। পূর্ব কোন ঘোষণা ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দিয়ে আসছে। সরলতার সুযোগে কয়েক মাস ধরে দৈনিক ২২ ঘন্টা পর্যন্ত বিদ্যুত সুবিধাবঞ্চিত রাখছে উপজেলাবাসীকে। এত কিছুর পরও ভৌতিক বিল পরিশোধে বাধ্য করছে গ্রাহকদের। বিল সংশোধনীর নামে নানাভাবে হয়রানি করছে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ। ফলে উপজেলার বিদ্যুত নির্ভর সকল কর্মকান্ড মুখ থুবরে পড়েছে। প্রচন্ড গরমে স্কুল কলেজের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। পড়াশুনা থেকে শুরু করে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবন। নিত্য বাড়ছে গরমজনিত রোগির সংখ্যা। এ উপজেলায় একটি অভিযোগ কেন্দ্র থাকলেও কোন প্রকার সেবা দেয়ার লোক পাওয়া যায়না। এত কিছর পরও কোন ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেই পল্লী বিদ্যুত কর্তপৰের। উপজেলাবাসীকে অনেকাংশে জিম্মি করে রেখেছে তারা। বক্তারা আরো জানান, এ অবস’া থেকে উত্তরণে অবিলম্বে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় কঠিন অবস’ান নেয়ার সিদ্ধান্ত রয়েছে বলে বক্তব্যে অনেক বক্তা উলৱখ করেন। স্মারকলিপি গ্রহনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, নিকলী থানা পুলিশ ইনচার্জ মো.মকবুল হোসেন মোলৱা, উপজেলা প্রকৌশলী আবুল হাসনাত মহি উদ্দিন সহ অনেক কর্মকর্তা কর্মচারী উপসি’ত ছিলেন। নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান সমবেত বিৰুব্ধ জনতাকে পল্লী বিদ্যুত সংকট নিরসনে দ্র্বত ব্যবস’ার আশ্বাস দিলে জনতা উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করে।