ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাসপাতাল রোডে ইজিবাইকের ধাক্কায় ৪বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার পৌর সদরের ধামদী গ্রামের অকুল মিয়ার ৪বছরের শিশু পুত্র সায়েম সকালে বাসার সামনে আমকুড়াতে গেলে একটি ইজিবাইক তাকে জোড়ে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায়। বিষয়টি নিয়ে শিশুটির চাচা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার (ওসি তদন্ত) মো. রুহুল আমিন তালুকদার। ##