নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি ঃ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
সদর উপজেলার বর্শিকুড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বুধবার ভোরে গৃহবধূ শিল্পী আক্তারকে(২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোয়াব মিয়ার(২৫) বিরুদ্ধে। পুলিশ সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালী গ্রামের মৃত আবুল হাসেমের মেয়ে শিল্পী আক্তারের সাথে প্রায় সাত বছর আগে একই উপজেলার বর্শিকুড়া গ্রামের সোয়াব মিয়ার সাথে বিয়ে হয়। কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এরই জের ধরে গতকাল বুধবার স্বামী সোয়াব মিয়া স্ত্রী শিল্পী আক্তারকে নির্যাতন করে হত্যা করেছে বলে তার বড় ভাই স্বপর মিয়া থানায় অভিযোগ করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্বপন মিয়া বলেন, “আইজ সকালে ছোয়াব মিয়ার ভাতিজা মোবাইলে আমাকে বলে আপনার বোন উত্তর সিকানায় দেখলে তাড়াতাড়ি আসেন। খবর পেয়ে আমি সকালে তাদের বাড়িতে গিয়ে দেখি মাটিতে পড়ে আছে। আমার বইনের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন আছে।”
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাছুদুল আলম জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন- রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন বলা যাবে।