নেত্রকোনায় ব্যাংক কর্মীকে পিটিয়ে আহত

নেত্রকোনা প্রতিনিধি ঃ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
জেলার কেন্দুয়ার কান্দিউড়া গ্রামীন ব্যাংক শাখার এরিয়া প্রতিনিধি মো. আহসানুল ইসলামকে বুধবার সন্ধ্যায় মত বিরোধের জের ধরে পিটিয়ে আহত করেছে কয়েক সহকর্মী ও বহিরাগতরা। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ব্যাংকের অন্য কর্মচারী ও প্রতিনিধিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, গ্রামীন ব্যাংক নেত্রকোনা জোনের কেন্দুয়ার কান্দিউড়া শাখায় বুধবার কর্মচারী সমিতির শাখা প্রতিনিধি পদ নিয়ে স্টাফ বৈঠক চলছিল। বৈঠকে পদ নিয়ে আলোচনা চলাকালে ব্যাংকের ওই শাখার সহকর্মী সানোয়ার হোসেন ও মদনের চাঁনগাও শাখার সহকর্মী আমান উল্লাহর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই সহকর্মী মোবাইল ফোনে বাইরে থেকে কয়েক যুবককে ডেকে আনে এবং সবাই মিলে আহসানুল ইসলামের ওপর চড়াও হয় এবং তাকে বেধরক মারপিট করে। এ সময় ওই বৈঠকে এরিয়া ম্যানেজার মমিনুল হক ও শাখা ব্যবস’াপক সামছুল আলম উপসি’ত ছিলেন। বৈঠকে উপসি’ত অন্য সহকর্মীরা তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
গ্রামীন ব্যাংক কর্মচারী সমিতির নেত্রকোনা জোনের সভাপতি মো. মুখলেছুর রহমান বলেন, আলোচনা বৈঠকে সবার সামনে একজন কর্মীকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করা হয়েছে। বিষয়টি জানার পরও কোন ব্যবস’া নেয়া হচ্ছেনা, যা খুবই দুঃখজনক।
গ্রামীন ব্যাংকের কান্দিউড়া শাখা ব্যবস’াপক সামছুল আলম বলেন, দুই পক্ষের কথা কাটাকাটি ও টেলা ধাক্কার এক পর্যায়ে আহসানুল ইসলাম মাটিতে পড়ে যায়। এ সময় বৈঠকস’লে হৈচৈ শুরু হয় এবং বাহিরের কিছুলোক ঢুকে তাকে মারপিট করেছে।
গ্রামীন ব্যাংক নেত্রকোনা জোনের জোনাল ম্যানেজার আবদুস সালাম খান হামলার কথা স্বীকার করে বলেন, আহত আহসানুল ইসলামকে দেখতে হাসপালে গিয়েছি। বৈঠকে এরিয়া ম্যানেজার ও শাখা ব্যবস’াপক উপসি’ত ছিলেন। তাদেরকে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস’া নেয়া হবে।