মুক্তাগাছায় দুই দফা শিলাবৃষ্টি ঝড়ে ফসলে ব্যাপক ক্ষতি আহত ২০
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
ময়মনসিংহের মুক্তাগাছায় বুধবার রাতে পর পর দুই দফা শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যায়। পৌর শহরসহ বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাত ৯টায় প্রথম দফা ও রাত ১১টায় দ্বিতীয় দফায় ঝড়োহাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি হয়। শিলার আঘাতে ও ঝড়ে গাছ ভেঙ্গে ঘড়ের নিচে চাপা পড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়াগেছে। শিলাবৃষ্টিতে উপজেলার নন্দীবাড়ি, ঈশ্বরগ্রাম, মানিরামবাড়ি, গোয়ারী, বিলসিংলা, কলমোহনা, রামভদ্রপুরসহ বিভিন্ন গ্রামে উঠতি বোরো ধান মুহুর্তে তচনছ হয়ে যায়। ঝড়ে মুজাটি, খামারের বাজার,জয়বাংলা বাজার এলাকায় ঘরবাড়ি,গাছপালা ভেঙে ব্যাপক ৰতি হয়েছে। বিদ্যুতের খুটি ভেঙ্গে, তার ছিড়ে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ৰতি হয়েছে। জয়বাংলা বাজারে একটি মাদ্রাসা ঘরে বিকট আকারের রেইনট্রি গাছ উপড়ের পড়লে ১৫জন শিক্ষার্থী ঘরের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ময়মনসিংহ-২ ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো: সোহেল রানার নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা দ্র্বত সেখানে পৌছে ঘরের চালার নিচে চাপা পড়ে আটকে থাকা ছাত্রদের উদ্ধার করে। ইন্সপেক্টর সোহেল রানা জানান, রাতে দীর্ঘ প্রচেষ্টায় নূর মোহাম্মদ ও রিফাত নামের দুই শিশু শিক্ষার্থীকে ঘরের নিচে চাপাপড়া অবস’া থেকে উদ্ধার করা হয়। তাদেরকে দ্র্বত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানে ১৫ জন আহত হয়। শহরের পাড়াটঙ্গী এলাকায় দুইব্যক্তি শিলার আঘাতে আহত হন। উপজেলা কৃষি কর্মকর্তা নারগিস আক্তার জানান শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ৰতি হয়েছে। এখন ৰতির পরিমান নির্ধারণে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে। বিভিন্ন এলাকায় প্রজেক্ট নিয়ে বীজ উৎপাদনের লৰে বীজ কোম্পানীর আবাদকৃত পেকে যাওয়া বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। লালতীর সিড কোম্পানীর কর্মকর্তা মজনু জানান তাদের বিভিন্ন প্রকল্পের বোরো ক্ষেতে ৫০ ভাগ ধান শিলাবৃষ্টিতে নষ্ট হয়েগেছে। আম ও লিচুর ব্যাপক ৰতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: জুলকার নায়ন ৰতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।