নেত্রকোনায় ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড, প্রত্যেককে ৩০হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম গত বুধবার সন্ধ্যায় আসামীদের অনুপসি’তিতে রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছেন- জেলার কেন্দুয়ার মাইজহাটি গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৩) ও জেলার কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের জিগাতলা পূর্বপাড়া গ্রামের এলাহী বক্সের ছেলে আমির হামজা(৩৫)।
আদালত সূত্রে জানা গেছে, জেলার কেন্দুয়ার মাইজহাটি গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফারুক মিয়া গত ২০০৯ সালের ১০ জুন বিকেলে প্রতিবেশী এক যুবতীকে ধর্ষণ করে। পরদিন ধর্ষিতার মা বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন- শেষে একই বছরের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ বিচারক আসামী ফারুক মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায় বুধবার সন্ধ্যায় তাকে যাবজ্জীবন কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে জেলার কলমাকান্দার লেংগুরার জিগাতলা পূর্বপাড়া গ্রামের এলাহী বক্সের ছেলে আমির হামজা গত ২০০৮ সালের ১০ অক্টোবর প্রতিবেশী আদিবাসী এক নারীকে ধর্ষণ করে। ধর্ষিতা নিজেই বাদী হয়ে ১৩ অক্টোবর কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ তদন- শেষে ওই বছরের ১২ নভেম্বর আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র করে। বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।