| রাত ১২:৪৮ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে হালকা ঝড়- হাওয়ায় বিদ্যুৎ নেই ২৬ ঘন্টা ধরে, জন দূর্ভোগ চরমে

বাজিতপুর সংবাদদাতাঃ- ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার

গরমের সাথে পালৱা দিয়ে যেন বাজিতপুর উপজেলার পিডিবির বিদ্যুৎ লোডশেডিংয়ের মাত্রা গত কয়েক দিন ধরে বেড়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১০ টায় হালকা কাল বৈশাখী ঝড় হওয়ার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত বাজিতপুরের পৌরসভা সহ ১১ টি ইউনিয়নের প্রায় ২০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ হতে বঞ্চিত হয়েছে। এ সব এলাকার বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও মাঝারি ধরণের প্রতিষ্ঠান গুলো তাদের ব্যবসায়িক কাজ থুবড়ে পড়েছে। গতকাল কয়েক জন বিদ্যুৎ গ্রাহকের সাথে আলাপ করলে জানান, বৈরি আবহাওয়ার কারণে বিদ্যুৎ নেই ঠিক, কিন’ আবহাওয়া ভালো থাকলেও গড়ে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে। আর ১২ ঘন্টা গ্রাহকদের অন্ধকারে থাকতে হয়। বিদ্যুৎ না পেয়ে ও তাদের কে মাস শেষে সঠিক বিলই পরিশোধ করতে হয়। একই সঙ্গে বিদ্যুৎ না পেয়ে বৃদ্ধ ও শিশুরা গরমে অতিষ্ট হয়ে ডায়রিয়া, জ্বর, হাপানি রোগে আক্রান্ত হয়ে বাজিতপুরের বিভিন্ন হাসপাতালে অন্তত ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে গতকাল সকাল ১১টার দিকে নিকলিতে সদর ইউপি চেয়ারম্যান কারার বোরহান উদ্দিনের নেতৃত্বে পলিৱ বিদ্যুৎ চরম লোডশেডিংয়ের প্রতিবাদে এলাকার হাজার গ্রাহক স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। বাজিতপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন জানান, বৈরী আবহাওয়ায় কটিয়াদী ও পুলেরঘাট এলাকায় ৩৩ লৰ বোল্ডের মেইন লাইনের সমস্যা দেখা দিয়েছে বলে উলেৱখ করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:০২ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৬