ঝিনাইগাতীতে খরা ও বন্যা মোকাবেলায় অবহিতকরণ সভা
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
শেরপুরের ঝিনাইগাতীতে ২৮এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে খরা ও বন্যা মোকাবেলায় কমিউনিটি’র সহনশীলতা শক্তিশালীকরণ প্রকল্প এর কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের বন্যা ও খরা মোকবেলায় কমিউনিটির সহনশীলতা শক্তিশালীকরণ (এসসিআরডিএফ) প্রকল্পের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে ও প্রকল্প সুপারভাইজার সারেন তজু’র সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি(তদন্ত) বিপৱব কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার(ডিএম) অসীম এ মানকিন, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম খলিলুর রহমান, জেপিও লাকী দিও, কারিতাস ঝিনাইগাতীর মাঠ কর্মকর্তা বিকাশ ঘাগ্রা, মাঠ কর্মকর্তা যতিন মূর্ম প্রমূখ। কারিতাস কর্তৃপক্ষ সভায় অবহিত করেন যে, উপজেলার ধানশাইল ও কাংশা ইউনিয়নেস খরা ও বন্যা মোকবেলায় কমিউনিটির সহনশীলতা শক্তিশালীকরণ (এসসিআরডিএফ) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।