ধোবাউড়ার সীমান্তে দিনদুপুরে কুপিয়ে শ্রমিক হত্যা

স্টাফ রিপোর্টার, ও ধোবাউড়া প্রতিনিধিঃ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ধোবাউড়া সীমান্তে পূর্ব শত্র্বতার জেরে মোসলেম উদ্দিন(৪৫) নামে এক শ্রমিককে দিন দুপুরে কুপিয়ে হত্যা করেছে দূবৃর্ত্তরা । বৃহস্পতিবার আনুমানিক ২ টায় উপজেলার পুটিমারী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ভেদীকুড়া এলাকার লাইট্টা সালাম বাহিনী ও মোসলেম উদ্দিনের সাথে বিজিবি’র সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময় ঘটনার মামলা সংক্রান্ত বিষয়ে শত্র্বতা চলছিল। লাইট্টা সালাম উক্ত মামলার আসামী। বৃহস্পতিবার পুিটমারী বাজারে হাশেমের স্টলে মোসলেম উদ্দিন বসে থাকা অবস’ায় আনোয়ার হোসেন, লাইট্টা সালাম ও তার ছেলে হার্বন অর রশিদ, ইমরান ধারালো অস্ত্র দিয়ে মোসলেম উদ্দিনকে এলোপাতারী কুপিয়ে গুর্বতর আহত করে । । পরে তাকে গুরত্বর আহত অবস’ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। এ ব্যাপারে দৰিন মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজীউর রহমান বলেন, লাইট্টা সালাম বাহিনী এলাকায় বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে। তার নামে বেশ কয়েকটি মামলাও রয়েছে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শওকত আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।