ময়মনসিংহে আবাসিক হোটেল থেকে মহিলা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ময়মনসিংহ নগরীর স্বদেশী বাজারস্থ আবাসিক হোটেল মতিন গেষ্ট হাউস থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় দিকে আয়েশা বেগম (৪০) নামে এক মহিলা লাশ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, বুধবার বিকাল ২টায় দিকে ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা নয়ন মিয়া (৫০) ও তার স্ত্রী আয়েশা বেগমকে (৪০) নিয়ে মতিন গেষ্ট হাউজে রুম ভাড়া নেয়। স্ত্রীর চিকিৎসা করানোর জন্য শহরে এসেছে বলে গেষ্ট হাউজের ম্যানেজারকে জানায়। সকাল আনুমানিক ৮টার দিকে স্ত্রী আয়েশা বেগমকে ভেতরে রেখে রুমের দরজায় তালা দিয়ে স্বামী নয়ন মিয়া ঔষধ কেনার কথা বলে বাইরে যায়। দীর্ঘ সময় চলে গেলেও স্বামী নয়ন মিয়া ফিরে না আসায় তালাবদ্ধ রুমে জানালা খোলা দেখে বিছানায় শুয়ে থাকা মহিলাকে ডাকাডাকি করে তার সারা না পেয়ে মতিন গেষ্ট হাউজের ম্যানেজার কোতোয়ালী মডেল থানা পুলিশকে খবর দেয়। কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস’লে গিয়ে তালা ভেঙ্গে রুমে ঢুকে মহিলাকে বিছানায় মৃত অবস্থায় পায় এবং তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মৃত মহিলার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে স্বামী পরিচয়দানকারী নয়ন মিয়া মৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে। এব্যাপারে হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাাদের জন্য পুলিশ আটক করেছে। তদন্ত শেষে মৃত্যৃর কারণ বলা যাবে। #