| বিকাল ৪:১১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত

এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল, | ২৭ এপ্রিল ২০১৬, বুধবার
বিশ্বখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার-এর ৪৫২তম জন্মবার্ষিকী এবং ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি/ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত ‘শেক্সপিয়ার এভরিহয়্যার’ শীর্ষক দিনব্যাপী ফেস্টিভ্যালের উদ্বোধন, র‌্যালি, উইলিয়াম শেক্সপিয়ার রচিত বিভিন্ন নাটকের দৃশ্যের বিভিন্ন চরিত্রে সজ্জিত প্রদর্শন ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিৰার্থীদের তৈরি দেয়ালিকারও উদ্বোধন করা হয়েছে।
ইংরেজি সাহিত্যের মহাকবি ‘উইলিয়াম শেক্সপিয়ার’এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে ‘পাওয়ার পলিটিক্স ইন শেক্সপিয়ার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস’াপন করেন প্রফেসর ড. মোহীত উল আলম। পাঠকৃত মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসান। সেমিনারে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. বিজয় ভূষণ দাস।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ব্যঙ্গ নাটক, লোক নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফেস্টিভ্যাল আয়োজন কমিটির আহ্বায়ক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা, শিৰক, কর্মকর্তা, কর্মচারী ও শিৰার্থীবৃন্দ ফেস্টিভ্যালে উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৫১ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৬