হালুয়াঘাটে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
হালুয়াঘাট প্রতিনিধিঃ ২৭ এপ্রিল ২০১৬, বুধবার
ময়মনসিংহের হালুয়াঘাটে ২৬ এপ্রিল হোটেল ইমেক্স ইন্টারন্যাশনালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক লিঃ হালুয়াঘাট শাখা কর্তৃক আয়োজিত জলনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক লিঃ হালুয়াঘাট শাখার ম্যানেজার মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সোনালী ব্যাংক লিঃ ময়মনসিংহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ শাজাহান। প্রধান বক্তা হিসেবে উপসি’ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান। অতিথি বক্তা হিসেবে উপসি’ত ছিলেন সহকারী পরিচালক এস.এম মনসুর মুসা। এছাড়াও উক্ত ওয়ার্কশপে স্থানীয় ব্যবসায়ী, চাকুরীজীবি, ব্যাংকার, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপসি’ত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম মোঃ শাজাহান বলেন, সীমান্তবর্তী এলাকা সহ সমগ্র বাংলাদেশে অবাধে জালনোট প্রচলনের কারণে সৃষ্ট জাতীয় অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সর্ম্পকে সকলকে সচেতন হতে হবে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রিন্সিপাল অফিসার মোঃ আতাউর রহমান খান ও অফিসার মোঃ মোকাররম হোসেন।