| বিকাল ৪:০১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে স্কুল ভিত্তিক ভূমিকম্প ও অগ্নিকান্ডের মহড়া অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি:২৭ এপ্রিল ২০১৬, বুধবার
শেরপুরে স্কুল ভিত্তিক ভূমিকম্প ও অগ্নিকান্ডের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সুরেন্দ্র মোহন মডেল স্কুলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, শেরপুর জেলা কার্যালয় এ মহড়ার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার শেরপুর কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সজল বৈদ্য। এতে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শেরপুর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আঞ্চলিক দুর্যোগ বিষয়ক বিশেষজ্ঞ মো. আব্দুল বারেক, জেলা দুর্যোগ বিষয়ক কর্মকর্তা কৌশিক রাহাত, অধ্যৰ মলয় মোহন বল, দিলীপ চিরান প্রমুখ। পরে এস. এম মডেল স্কুলের শিৰার্থীরা মহড়ায় অংশগ্রহণ করে।
ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা দিলীপ চিরান জানান, দুর্যোগ বিষয়ক সম্যক জ্ঞান, সচেতনতা বৃদ্ধি এবং স্কুল ভিত্তিক ঝুঁকি নিরসনে প্রস’তিমূলক কর্মকান্ড জোরদার করার নিমিত্তে শেরপুর জেলার বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানে এ ধরণের কর্মসূচী অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪১ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৬