গফরগাঁওয়ে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যুর গুজবে বাড়ি-ঘরে হামলা, ব্যাপক ভাংচুর,আহত ৪
গফরগাঁও প্রতিনিধি ঃ২৭ এপ্রিল ২০১৬, বুধবার
ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত পাঁচপাই দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী আল আমীনের আজ বুধবার সকালে মৃত্যু হয়েছে এলাকায় এমন গুজব ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের ছয় বাড়ি-ঘরে হামলা চালিয়ে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটারসহ আসববপত্র ভাংচুর করা হয়। ঘটনাটি ঘটে গফরগাঁও পৌর এলাকার শিলাসী মালির ভিটায়।
জানা যায়, গত সোমবার দুপুরে গফরগাঁও সরকারি অনার্স কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসীরা পাঁচপাই দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ইমামবাড়ি এলাকার চাঁন মিয়ার ছেলে আল আমিনকে দুই পায়ের রগ কেটে ও মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর জখম করে মালির ভিটা এলাকার সাব্বির, আনসার্বল, ফয়সাল, আরিফুল, রিয়াদসহ সাত যুবক। বর্তমানে আহত আল আমীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দফা অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আজ বুধবার দুপুরে আল আমিনের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে ইমামবাড়ি এলাকার ৩০-৩৫ জনের একদল যুবক দা,লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আল আমিনকে কুপিয়ে জখম করার অপরাধে সাব্বির ও আনসারুলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় হামলাকারীরা ভূলক্রমে প্রতিবেশি মালাল মিয়া ও তার তিন ছেলের বসত ঘরে হামলা চালিয়ে ফ্রিজ, ৪টি টেলিভিশন, কম্পিউটার,আসভাবপত্র ব্যাপক ভাংচুর করে। এলাকাবাসী ও আক্রান্ত পরিবার জানায় প্রায় এক ঘন্টা ধরে চলে এ তান্ডব। এসময় সন্ত্রাসীদের হামলায় উজ্জল(২৮), রহমত আলী(৮৫), সীমা(৩৫) আহত হয়। এদিকে ঢাকা মেডিকেলের আইসিইউতে থাকা মাদ্রাসা ছাত্র আল আমিনের বাবা চাঁন মিয়া জানান, সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতে কান্নার রোল উঠে। এঘটনার উত্তেজনায় এলাকাবাসী এই হামলা চালিয়েছে। বাড়ি-ঘর ভাংচুর ও হামলার শিকার মালাল মিয়া বলেন,আমার পরিবারের কোন সদস্যেই মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে আহতের ঘটনার সাথে জড়িত না। তবুও আমার বাড়িতে হামলা করে আমাকে নি:স্ব করে দিয়ে গেল।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস’া নেওয়া হবে।