তারাকান্দা সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৭ এপ্রিল ২০১৬, বুধবার
বুধবার বিকালে ময়মনসিংহে তারাকান্দা স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়।
জানা গেছে, উপজেলার কুরকুচিকান্দা গ্রামে সবিকুল ইসলামের পুত্র তালদিঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনির ছাত্র সিফাত(৯) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তালদিঘি নামক স’ানে ঢাকা গ্রামী একটি বাস চাপা দিলে ঘটনা স’লে মারা যায়।