| রাত ৩:৫৭ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ৭ বছরের শিশু ধর্ষিত

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ২৭ এপ্রিল ২০১৬, বুধবার

আম দেওয়ার কথা বলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক লম্পট। ধর্ষিত শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা গ্রামের গত সোমবার বিকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, গোয়াতলা গ্রামের আজিজুল হকের পুত্র রবিন(১৮) আম দেওয়ার কথা বলে পাশের বাড়ির ৭ বছরের এক শিশুকে কলের পাড়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। সে দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্রী। এ ব্যপারে ধর্ষিত শিশুর পিতা এমদাদুল হক বাদী হয়ে গত মঙ্গলবার তারাকান্দা থানায় মামলা দায়ের করেছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৯ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৬