| বিকাল ৩:০১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কটিয়াদীতে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছাইদুর রহমান নাঈম,কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে, ২৭ এপ্রিল ২০১৬, বুধবার,
কিশোরগঞ্জের কটিয়াদীতে কমিউনিটি ক্লিনিকের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকীর অংশ হিসাবে উপজেলার জালালপুর ইউপির ফেকামারা গ্রামে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভা হয়। জালালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নুর্বজ্জামান মাষ্টারের সভাপতিত্বে ও ফেকামারা কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সিপি মাসুদ রানার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ সজিম উদ্দিন, সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান মনির, এ.এইচ.আই শারদিন্দু ভট্রাচার্য, ৭১ নিউজ টিভি প্রতিনিধি ছাইদুর রহমান নাঈম, আলোড় দিশারী মেধা বিকাশ কেন্দ্রের পরিচালক সাখাওয়াত হোসেন ফুলু, রিয়াজ মাহ্‌মুদ মুক্তা,এই.সি.ডি.আই প্রতিনিধি মিষ্টার টিপু। আলোচনায় বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকে স্বাস’্য সেবার সুফল ভোগ করছেন গ্রামীন জনপদের মানুষ। দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে কমিউনিটি ক্লিনিকের স্বাস’্য সেবার কার্যক্রম। এ ছাড়াও অত্যান্ত দৰ ভাবে কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসবের ব্যবস’া চালু আছে বলেও সংশিৱষ্টরা জানান।

সর্বশেষ আপডেটঃ ৫:৩০ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৬