শিক্ষকের অপমান সইতে না পেরে বিষপানে ছাত্রীর আত্নহত্যার চেষ্টা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৭ এপ্রিল ২০১৬, বুধবার
শিক্ষকের অপমান সইতে না পেরে বিষপানে দশম শ্রেণির এক ছাত্রী আত্নহত্যার চেষ্টা করে। গুরুত্বর আহত ওই ছাত্রীকে অভিবাবকরা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর গ্রামে গতকাল বুধবার দুপুরে। জানা গেছে, গোপালপুর গ্রামের ফরিদ মিয়ার কন্যা ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী(১৬) ক্লাসে অন্য শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করায় প্রধান শিক্ষক খবর দিয়ে তার অফিসে নেয়। এ সময় ওই ছাত্রীকে অপমান করায় বিদ্যালয় থেকে বাড়িতে গিয়ে বিষপান করে। জরুরি চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে মেডিকেল হাসপালে ভর্তি করা হয়েছে। এসময় উত্তেজিত অভিবাকরা দেশিয় লাঠিসোটা নিয়ে বিদ্যালয়ের জানালা ভাংচুর করে। এ ব্যপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল মিঞার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওই ছাত্রীসহ চার জনের বিরুদ্ধে অন্য শিক্ষার্থীরা ক্লাসে হট্টগোলসহ লেখাপড়া বিগ্ন সৃষ্টি করায় তাদেরকে দপ্তরির মাধ্যমে অফিসে ডেকে আনলে হলে এক ফাঁকে দশম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয় সংলগ্ন তার বাড়িতে চলে যায়।