| সকাল ৮:৩৮ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হালুয়াঘাটে আগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মিভূত

 

আনছারুল হক রাসেল ঃ২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার

ময়মনসিংহের হালুয়াঘাট বাজারের খাদ্যগুদাম এর সন্নিকটে ৩টি দোকান অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে । ঘটনা সূত্রে জানা যায় গত ২৫ এপ্রিল রাত ১১:৩০ মিঃ তপন ইলেক্ট্রনিক্স নামীয় দোকানের একটি ভাঙ্গা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দক্ষিণ পার্শ্বে জিপাল কনফেকশনারী ও উত্তর পার্শ্বে সেলুনে আগুন লেগে যায়। তাৎক্ষনিক হালুয়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কিছুক্ষণ পর ফুলপুর ফায়ার সার্ভিস সদস্যরা এসে দীর্ঘ সময় চেষ্টার মাধ্যমে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আনে। এসময় পরিস্ত্রিতি নিয়ন্ত্রণে হালুয়াঘাট থানার পুলিশ সদস্যরা তৎপর ছিলেন। আগুন নিয়ন্ত্রণে হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু সহ সাংবাদিক ও সকল শ্রেণিপেশার জনগণ সক্রিয়ভাবে সহযোগিতা করেন। ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ জানায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা।

সর্বশেষ আপডেটঃ ১০:১৭ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৬