| দুপুর ২:৫২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে গণ-নাটক, বাউল গান ও আলোচনা সভা

 

এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ ২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার

২৬এপ্রিল মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় দুর্যোগ দিবস উদ্‌যাপন উপলৰে গণ-নাটক, বাউলগান এবং আলোচনা সভাা অনুষ্ঠিত হয়। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের বন্যা মোকবেলায় কমিউনিটির সহনশীলতা শক্তিশালীকরণ (এসসিআরডিএফ) প্রকল্পের সহায়তায় এই অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এসসিআরডিএফ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার লাকী দিও । উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধানশাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ধানশাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাবেদ আলী, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ জমশেদ আলী ফালু প্রমুখ । ধানশাইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে খরা এবং বন্যা মোকবেলায় কমিউনিটির সহনশীলতা শক্তিশালীকরণ (এসসিআরডিএফ) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় দুর্যোগ দিবস উদ্‌যাপন উপলৰে গণ-নাটক, বাউলগান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বাউলগান পরিবেশন করেন, একতারা বাউল শিল্পীগোষ্ঠি । বাউলগান শেষে দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক গণনাটক “সর্বনাশা ঘুর্ণিঝড়” প্রর্দশিত করা হয় । অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকল্প সুপারভাইজার সারেন তজু ।

সর্বশেষ আপডেটঃ ১০:১৪ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৬