| সকাল ৮:৪৪ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির মৌন মিছিল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক এ.এফ.এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্র্বত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজর্বল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মৌন মিছিল করেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে থেকে মৌন মিছিলটি শুর্ব হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শেষ হয়।
এ সময় উপসি’ত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ.এম.এম.শামসুর রহমান, রেজিস্ট্রার (দায়িত্ব প্রাপ্ত) মোঃ ফজলুল কাদের চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ আব্দুল হালিম প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৯:৫২ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৬