| বিকাল ৩:৩৯ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

গফরগাঁও প্রতিনিধি, ২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে পৌর এলাকার পশু হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে উপ-পরিদর্শক আরাফাত মাদক মামলা দায়ের করে ময়মনসিংহ জেল হাজতে পাঠায়। মাদক ব্যবসায়ী শামীম পৌরসভার ৪নং ওয়াড জন্মেজয় গ্রামের মৃত মান্নানের ছেলে।
গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, গ্রেফতারকৃত শামীমের বির্বদ্ধে দীর্ঘদিন যাবত তার শরীরে মাদক বহন করে বিক্রি করার অভিযোগ রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৬