গৌরীপুরে ৪র্থ শ্রেণির ছাত্র বলাৎকারের ঘটনায় মামলা!

গৌরীপুর প্রতিনিধি ঃ২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহড়ায় ধান কাটার কথা বলে চার সন্তানের জনক আব্দুল কাদিরের বির্বদ্ধে আনন্দ স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রকে বলাৎকারের ঘটনায় সোমবার (২৫ এপ্রিল/১৬) রাত ১১টায় গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে গৌরীপুর উপজেলা স্বাস’্য কমপেৱক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নতর চিকিৎসার জন্য মঙ্গলবার (২৬ এপ্রিল) তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র ভিকটিমের মামা হাবিবুর রহমান জানান, তার ভাগ্নে (১৩) কে ধান কাটার কথা বলে একই গ্রামের হাসান আলীর পুত্র আব্দুল কাদির (৪০) ডেকে নিয়ে বলাৎকার করে। শিশুটির বাড়ি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁওরামগোপালপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল আলী। অভাবের তাড়নায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠচুকিয়ে ফেলে। পরে তার মামার বাড়িতে নাহড়া পূর্বপাড়া আনন্দ স্কুলে ভর্তি হয়ে ৪র্থ শ্রেণিতে অধ্যয়ন করছে। গৌরীপুর থানার অফিসার ইনচাজ মো. আখতার মোর্শেদ জানান, অভিযোগের প্রেৰিতে মামলা নেয়া হয়েছে। ডাক্তারী পরীৰা ও তদন্তে ঘটনার প্রকৃত অবস’া জানা যাবে।###