| দুপুর ১:২৮ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কেন্দুয়ায় স্কুলছাত্র খুন, আহত ৫

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,

জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের চন্দ্রলাড়া গ্রামে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে বল্লমের আঘাতে স্কুলছাত্র ইকবাল খান(১৫) খুন হয়েছে। সে ওই গ্রামের সন্তোষ খানের ছেলে ও উপজেলার রওশন ইজদানী একাডেমীর নবম শ্রেণির ছাত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় কমপক্ষে ৫জন আহত হয়েছে। গুরুতর আহত দুলাল মিয়া ও আবদুল লতিফকে কেন্দুয়া উপজেলা স্বাস’্য কমপ্লেক্‌্ের ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জেলার কেন্দুয়ার চন্দ্রলাড়া গ্রামে সন্তোষ খানের গরু একই গ্রামের হাসিম উদ্দিনের ফসলী জমিতে যায় এবং ফসল নস্ট করে। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে সোমবার সকালে, দুপুরে ও বিকেলে কয়েক দফা ঝগড়া হয়। এরই জের ধরে হাসিম উদ্দিনের লোকজন রাত সাড়ে ১০ টার দিকে সন্তোষ খানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বল্লমের আঘাতে সন্তোষ খানের ছেলে ইকবাল খান গুরুতর আহত হয়ে ঘটনাস’লেই মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৯:৩২ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৬