ময়মনসিংহে দুই যুবকের লাশ উদ্ধার
ফাহিম মোঃ শাকিলঃ ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ সেতুর নীচ থেকে ইমন (২১) ও সাজন (২০) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার(২৬ এপ্রিল) বেলা দেড়টায় শহরের পাটগুদাম ব্রিজের পিলারের কাছ তকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পূর্ব শত্রুতার জের ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ইমন ও সাজন নামের দুই যুবককে। প্রাথমিক তদন্তে এ তথ্য উদঘাটন করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন, ব্রহ্মপুত্র নদের বেঁড়িবাঁধ এলাকার সিঙ্গু মিয়ার ছেলে সাজন ও একই এলাকার সোবহান মিয়ার ছেলে বাসের হেলপার ইমন।
পুলিশ জানায়, সাজন ও ইমন নিয়মিত শম্ভুগঞ্জ সেতুর নিচেই বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন। দু’জনেই ছিলেন মাদকাসক্ত। সাজনকে মাদক থেকে দূরে রাখতে মাস তিনেক বাড়িতে আটকেও রাখা হয়েছিলো। কিন্তু কোনো কাজ হয়নি।
এর আগে দুপুরে জানা যায়, দুই বন্ধু সাজন ও ইমন গতকাল রাতে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যান। পরে আজ বেলা দেড়টার দিকে স্থানীয়রা পাটগুদাম ব্রিজের পিলারের নিচে পানিতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে একই স্থান থেকে ডুবন্ত অবস্থায় আরো একটি মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল পৌঁছে একই স্থান দুটি মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে একজনের নাকে রক্ত দেখা গেছে।