ধোবাউড়া দক্ষিণ মাইজপাড়া ও বাঘবেড় ইউনিয়ন বি.এন.পির বর্ধিত সভা অনুষ্ঠিত
ধোবাউড়া প্রতিনিধি: সোমবার বিকাল ৫টায় ধোবাউড়া উপজেলা ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বি.এনপির আয়োজনে এক বর্ধিত সভা সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক আজহারুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সহ সাংগঠনিক জুয়েল খান, সহ দপ্তর রফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম কৃষক দলের যুগ্ম আহবায়ক নয়ন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, আঃ রাজ্জাক, জাসস এর সভাপতি মারশেদ আলী, ছাত্র দল নেতা ফরহাদ আল রাজী , সিরাজুল ইসলাম খান প্রমুখ। এছাড়া গত রবিবার বিকাল ৩টায় ধোবাউড়া উপজেলা ধোবাউড়া বাঘবেড় ইউনিয়ন বি.এনপির উদ্যোগে এক বর্ধিত সভা মুন্সীরহাট বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাঘবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ রব্বানী সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এম আজহারুল ইসলাম কাজল, সহ দপ্তর রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সরকার, ছাত্র দল নেতা হাফিজুর রহমান পালাশ প্রমুখ।বক্তরা উক্ত বর্ধিত সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) বিভাগ এর দায়িত্ব দেওয়া চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে অভিনন্দ জানিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান গাজীউর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী জানান।