র্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহে জেএমবি সদস্য আটক
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন জেএমবি সদস্য আব্দুল জিহাদ মিলন(১৮) কে আটক করা হয়েছে। মিলন ফুলবাড়িয়ার আইয়ুব আলীর ছেলে।
আজ ২৫ এপ্রিল সোমবার রাত ৮.০৫ মিনিটে সহকারী পরিচালক মোঃ মইনুল ইসলাম, পিএএম এর নেতৃত্বে তাকে আটক করা হয়।
জানা যায়, অভিযান চালিয়ে মিলনকে তার শয়নকক্ষ হতে গ্রেফতার করা হয়, এসময় তার কাছ থেকে মাসুদা সুলতানা রুমীর লেখা ২৩ পৃষ্ঠার ০১টি নামাজ জান্নাতের চাবি নামক বই পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নামে পূর্বে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-৬২ তারিখ ১৩/০৪/২০১৬ ইং, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী-২০১৩)এর ১০/১১ ধারা এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-৬৩ তারিখ ১৩/০৪/২০১৬ইং, বিস্ফোরক উপাদানবলী আইন ১৯০৮(সংশোধনী-২০০২) এর ৪ ধারায় মোট দুইটি মামলা আছে।
গত ২০০৫ সালে সারা দেশব্যাপী একযোগে বোমা হামলায় সম্পৃক্ত জেএমবি প্রধান শাইখ আব্দুর রহমানের প্রধান সহযোগী বাংলা ভাইয়ের মূল আস্তানা হিসেবে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন দুল্লা ইউনিয়ন ও ফুলবাড়ীয়া থানাধীন রাধাকানাই ইউনিয়নে গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও জঙ্গী সংক্রান্ত মামলার পলাতক আসামীদের খোঁজ-খবর নেয়া হচ্ছে। তার প্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে মিলনকে আটক করে র্যাব। জঙ্গী মামলার পলাতক আসামীদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা যায়।