ধোবাউড়ায় মহিলাসহ ছাত্র/ছাত্রী মাঝে সেলাই মেশিন ও স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচিতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার
ধোবাউড়া প্রতিনিধিঃ সোমবার ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার সরকারি সফরে ধোবাউড়া উপজেলা পরিদর্শন করে বিভিন্ন কমূসূচিতে অংশ গ্রহণ করেন। ১২.৩০ মিনিটে বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে বিশ্ব ম্যালেরিয়া দিবসের র্যালী উদ্বোধন করেন্। পরে ধোবাউড়া উপজেলা পরিষদের হলরুমে লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় (২০১৫-১৬) অর্থ বছরের বরাদ্দ কৃত অর্থে ৩ নং ধোবাউড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেধাবী ছাত্র/ছাত্রীদের ৫০টি স্কুল ব্যাগ ও দরিদ্র্য যুব মহিলাদের মাঝে ৮টি সেলাই মেশিন আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন। এসময় ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর- রশিদ , উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান মোস্তাফা কামাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রুচি, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শওকত আলম পিপিএম ,সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আব্দুস ছালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় কমিশনার ধোবাউড়া উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ অফিস , গামারীতলা ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচির আওতায় উন্নয়ন প্রকল্প , কাবিখা উন্নয়ন প্রকল্পপ, পরিদর্শপরিদর্শন করেন। অন্যদিকে বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন কলসিন্দুর স্কুল পরিদর্শন কালে নেপাল জয়ী কলসিন্দুরের ফুটবল কন্যাদের সাথে কিছুক্ষণ সময় কাটান।