| সন্ধ্যা ৭:৪০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আগত বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে দিনরাত্রি কাজ করছে পৌরসভার কর্মচারীরা

স্টাফ রিপোর্টারঃ  প্রাচীনতম ময়মনসিংহ পৌরসভার অবৈধভাবে দখল করা নগরের খালগুলোকে দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে নগরের জলাবদ্ধতা নিরসনে আগত বর্ষার  আগেই নগরের খাল ও ড্রেনগুলোর খনন কাজ সম্পন্ন করতে নগরবাসীর দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুষ্ক মৌসুমেই জলাবদ্ধতা নিরসনে নগরের জনসাধারনকে সচেতন ও সহযোগিতার আহবান জানিয়েছেন মেয়র মো: ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মেয়র টিটুর নির্দেশে ময়মনসিংহ এলাকায় ছোট বড় সকল ধরনের ড্রেন ও খাল খনন কার্যক্রম ২ মাস যাবত কাজ চলছে এবং পরিকল্পনা অনুযায়ী সকল ড্রেন ও খাল খনন কাজ চলবে। তার মধ্যে খনন কাজ সম্পূর্ণ হয়েছে এমন উল্লেখ্য যোগ্য হচ্ছে সেহড়া খাল, মাকরজানী খাল, বাগমারী খাল, গোহাইলকান্দি খাল, কাটাখালী খাল, গাঙ্গিনাপাড় দুই পাশের ড্রেন খনন, সি,কে ঘোষ রোড দুই পাশের ড্রেন খনন, দূর্গাবাড়ি রোড দুই পাশের ড্রেন খনন, ট্রাংক পট্রি দুই পাশের ড্রেন খনন, ক্রস কালভাট ৪টি খনন ও পাইপলাইন সহ খনন কাজ , ব্রাক্ষপল্লি দুই পাশের ড্রেন খনন, বাগমারা রবির দোকান হইতে ডলি পট্রি বাক্ষপল্লি পর্যন্ত ড্রেন খনন, চড়পাড়া নয়াপাড়া হইতে মেডিকেল কলেজ গেইট এর সামনে দিয়ে অধ্যক্ষ মতিউর রহমান কলেজের সামনে হয়ে নয়াপাড়া হয়ে সেহড়া খাল পর্যন্ত ড্রেন খনন, মিতা ক্লিনিক এর মোড় হতে সেহড়া খাল পর্যন্ত ড্রেন খনন , জে,সি গুহ রোড হারুন কমিশনারের চেম্বার হইতে রেলী মোড় পর্যন্ত ড্রেন খনন, কৃষ্টপুর দৌলতমুন্সী রোডের দুই পাশের ড্রেন খনন, চরপাড়া মোড় হতে ব্রিজ মোড় পর্যন্ত ড্রেন খনন, নিউ কলোনী হইতে ব্রিজ মোড় পর্যন্ত ড্রেন খনন, কলেজ রোডের কে,সি রায় রোডের ড্রেনটি দীর্ঘদিন যাবত বন্ধ থাকা ড্রেনটি ব্যাপক হারে খনন কাজ চালানো হয়েছে যাতে কলেজ রোডের জলাবদ্ধতা নিরসনে খাল ভূমিকা পালন করবে। কলেজ রোডের মত ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বন্ধ হয়ে যাওয়া ড্রেনটি পুনরায় খনন কাজ চলছে এই ড্রেনটি খনন কাজ শেষে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। উল্লেখ্য যে পৌর এলাকার অনেক খাল ও ড্রেন বেদখল হওয়ায় খাল ও ড্রেন সচল ছিল না। এবার মেয়র টিটুর নির্দেশনায় ড্রেন ও খাল দখল মুক্ত করা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ সকল ধরনের কার্যক্রম চালাচ্ছে যাতে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন করা যায় তার সংঙ্গে পৌর বাসীর সচেতনতা ও সহযোগিতা কামনা করছে। জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন খনন কাজের বিষয়ে পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার জানান, আগত বর্ষাকে সামনে রেখে শুস্ক মৌসুমের মাঝেই নগরের জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন খনন কাজ অব্যাহত থাকবে। নগরের মাকরজানি,সেহড়া ও গোহাইালকান্দি খালসহ ড্রেনগুলোর খনন কাজ চলছে। পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মহব্বত আলী, স্বাস্থ্য সহকারী কর্মকতা রবিউল ইসলাম রবি ও মো: সুরুজ মিয়া সহ পৌরসভার জলাবদ্ধতা নিরসনে দিনরাত্রি যৌথভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ২৫, ২০১৬