পেট্রোল, অকটেন, ডিজেলের দাম কমলেও শ্যামগঞ্জ জমজম ফিলিং ষ্টেশনে তা কার্যকর হয়নি
ভ্রাম্যমান প্রতিনিধিঃ পূর্বধলার শ্যামগঞ্জ জমজম ফিলিং ষ্টেশনে সরকারের নির্ধারিত রেইটে সোমবার পেট্রোল বিক্রি করে নাই বলে অভিযোগ পাওয়া গেছে। গত কাল রবিবার রাত ১২ পর থেকে সরকারের এ নির্দেশ কার্যকর করার কথা থাকলেও পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জমজম ফিলিং ষ্টেশনে তা কার্যকর করেনি। বরং সরকারের এ নির্দেশনাকে অমান্য করে জমজম ফিলিং ষ্টেশন সোমবার সারাদিন পূর্বের রেইটে পেট্রোল বিক্রি করে গেছে।
সোমবার রাত আটটার সময় জমজম ফিলিং ষ্টেশন থেকে ৫.১৮ পেট্রোল ক্রয় করে গৌরীপুর মধ্যবাজার এলাকার আজিজুল হক সাগর নামে এক ব্যাক্তি এ সময় তার কাছ থেকে রিসিট দিয়ে পেট্রোলের দাম রাখা হয় পাঁচ শত টাকা।
তিনি মূল্য বেশী রাখার কারন জিঞ্জিসা করলে তারা জানান সোমবার রাত ৯টার পর থেকে দাম কমানো হবে। এ নিয়ে তিনি তর্ক করলে কতৃপক্ষ জানান নিলে নেন না নিলে নাই। ঘটনাটি তাৎক্ষনিক ভাবে একজন সাংবাদিকের মাধ্যমে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজলকে জানানো হলে তিনি তাৎক্ষনিক ভাবে পুলিশ পাঠিয়ে সরকারের নির্ধারিত দামে বিক্রি করার জন্য নির্দেশনা কথা জানান এবং এর পর রাত সারে আটটায় সরকারের নির্ধারিত রেইটে পেট্রোল বিক্রি শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন তাৎক্ষনিক ভাবে আর কোন ব্যবস্থা নেয়নি।