ময়মনসিংহে নকল নবীস এসোসিয়েশনের কলম বিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
স্টাফ রির্পোটার: বাংলাদেশ এক্সট্রা মোহরার ( নকল নবীস )দের বেতন জাতীয় স্কেল ভুক্ত করা ও ১২মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে সাব-রেজিষ্ট্রী অফিস প্রাঙ্গনে সদর সাব-রেজিষ্ট্রী অফিস শাখার উদ্যোগে সোমবার ২৫ এপ্রিল সকালে বাংলাদেশ এক্সট্রা মোহরার ( নকল নবীস )দের কলম বিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ এক্সট্রা মোহরার ( নকল নবীস )এসোসিয়েশনের ময়মনসিংহ সদর শাখার সভাপতি শাহাব উদ্দিন, সদর শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী (লিটন) সহ জেলা ও সদও শাখার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি সাব-রেজিষ্ট্রী অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে কোর্ট চত্তরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে চাকুরী স্থায়ী করনের দাবী জানিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আরো ঘোষনা করেন চাকুরী স্থায়ী করন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।