| বিকাল ৩:০৯ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

এম খলিলুর রহমান ঝিনাইগাতী প্রতিনিধিঃ  শেরপুরের ঝিনাইগাতীতে ২৫এপ্রিল সোমবার বিকালে স্থানীয় পাবলিক হল রুমে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়, ঝিনাইগাতী সোনালী ব্যাংক শাখার আয়োজনে শেরপুরের এ্যাসিস্টেন্ড জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মোত্তালিব’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এ্যাসিস্টেন্ড ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন, ময়মনসিংহ অঞ্চলের এ্যাসিস্টেন্ড ডিরেক্টর মোঃ শহিদুল্লাহ রায়হান প্রমূখ। বক্তারা জালনোট সনাক্তের বিভিন্ন উপায় সর্ম্পকে উপস্থিত সুধীজনের মাঝে বিস্তারিত আলোচনা করেন। উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, এনজিও’র প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৯:১২ অপরাহ্ণ | এপ্রিল ২৫, ২০১৬