| রাত ১১:৫৫ - বুধবার - ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নিকলীতে ইউপি নির্বাচনের জেরে অফিস ভাঙচুর, পাল্টাপাল্টি হামলা আহত-২০

বাজিতপুর সংবাদদাতাঃ   রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর নিকলী উপজেলার ছাতিরচর আওয়ামীলীগের স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিনের সমর্থকরা বিজয় মিছিল থেকে উত্তেজিত হয়ে ইউনিয়ন ছাত্রলীগের অফিস ভাংচুর করার খবর পাওয়া গেছে। বিদ্রোহী প্রার্থীর কয়েকশ সমর্থকগণ আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মানিক চৌধুরীর বাড়ির সামনে গিয়ে পাল্টা হামলা চালায়। এ ঘটনায় তাতক্ষনিকভাবে নৌাকা মার্কার সমর্থকরা পাশে অবস্থিত (আনারস) আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর ক্যাম্পে পালটা আক্রমণ চালায়। তবে এ হামলায় উভয় পক্ষের ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত শনিবার (নির্বাচনের দিন) উভয় পক্ষের সমর্থকরা একে অপরের মধ্যে হামলা বাঁধলে মধ্য ছাতিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সামছুল ইসলাম হীরাকে পথিমধ্যে আনারসের ১৫/২০জন সমর্থকরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। ওই দিন উভয় পক্ষের ১০/১২ জন আহতের খবর পাওয়া গেছে। পরে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা এসে ইউপি নির্বাচনের দিন শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৬ অপরাহ্ণ | এপ্রিল ২৫, ২০১৬