শেরপুরে নির্বাচনোত্তর সহিংসতায় ৩০ জন আহত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সহিংসতায় ৩০ জন আহত হয়েছেন।
আজ ২৫ এপ্রিল সোমবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী মোস্তফা ফকির ও বিজয়ী ইউপি সদস্য সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৯ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে বিজয়ী সেলিম মিয়ার লোকজন পরাজিত মোস্তফা ফকিরের এলাকায় ধান কাটতে গেলে মোস্তফার সমর্থকরা বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রতিশোধ নিতে সোমবার দুপুরের দিকে মোস্তফা ফকিরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সেলিম মিয়ার বড়িতে হামলা চালান। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বিকেলে বলেন, এ ঘটনায় কোন পক্ষ থেকে থানায় মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।