মুক্তাগাছায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে মোবাইল ফোনে হত্যার হুমকি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:২৪ এপ্রিল ২০১৬, রবিবার
মুক্তগাছায় একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে। এ নিয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার পরিবারের লোকজন আতংকে দিন কাটাচ্ছে। জানা যায়, গত ১৮ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মুক্তাগাছা উপজেলার নশিরপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিলের ব্যবহৃত মোবাইল ফোনে অপরিচিত মোবাইল ফোন নং- ০১৬২৯-৬৪০৫৪৮ থেকে ফোন করে তাকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয় এবং কাফনের কাপড় ক্রয় করে তার ঘরে মজুদ রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামে কেন্দ্রীয় কমিটি ঢাকা এর সদস্য মোঃ ইব্রাহিম খলিল মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডাইরী করেন যার নং- ৮৮৬, তাং- ১৯/০৪/২০১৬ ইং। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন ব্যবস’া গ্রহণ করেনি বলে ভুক্তভোগী জানান। এদিকে হুমকিপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিৰক নিরপত্তাহীনতায় ভোগছে এবং আতংকে কালাতিপাত করছে।