ময়মনসিংহে চাকুরী স্থায়ীকরনের দাবীতে এক্সট্রা মোহরারদের কলম বিরতি ও সমাবেশ
স্টাফ রিপোর্টার ঃ ২৪ এপ্রিল ২০১৬, রবিবার,
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীস)দের বেতন জাতীয় স্কেলভুক্ত করার ও ১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৪ এপ্রিল) সকালে ময়মনসিংহে রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীস) এসোসিয়েশন ময়মনসিংহ সদর শাখার উদ্যোগে পূর্ন দিবস কলম বিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলম বিরতি চলবে ২৮ এপ্রিল পর্যন্ত এবং ২মে ঢাকায় মহাসমাবেশ হতে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে। প্রতিবাদ সমাবেশে সদর শাখার সভাপতি শাহাব উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ জেলা ও সদর শাখার নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সদর শাখারসহ সভাপতি মোহাম্মদ আলী (লিটন) সভায় বক্তাগন এক দফা দাবী, চাকুরী স্থায়ী করন এবং যতক্ষন পর্যন্ত চাকুরী স্থায়ী করন না করা হবে ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনাদেন।